বর্তমানে বাংলাদেশে জীবন রক্ষা করাটাই একপ্রকার যুদ্ধ। আমরা স্বাধীন হয়েছি.... লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। কিন্তু তাদের এই ত্যাগ কেউ মনে রাখে নি। বর্তমানে আমাদের জীবন পাকিস্তানের হানাদারের কাছে জিম্মি না থাকলেও, গাড়ির চালকের কাছে জিম্মি হয়ে আছি আমরা।
হায়রে পোড়া কপাল...!!! কেন কেউ বোঝে না, জীবন চলে গেলে কখনও ফিরে আসে না??? আইন কি তৈরি হয়েছে শুধুমাত্র চালকদের কাছে ঘুষ নেওয়ার জন্য।
আইন রক্ষার দায়িত্ব কি শুধু সরকারের...!!?? আমরা বাংলাদেশের জনগন ; সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই তাহলে অকালে অন্তত কাউকে প্রাণ হারাতে হবে না।
আমরা সবাই রাস্তায় যানযটের ব্যাপারে জানি। একটু সময় নিয়ে রাস্তায় নামুন, চালককে বলা বন্ধ করি, "ভাই, সময় নেই তাড়াতাড়ি চলুন"।বরং সবাই অনুরোধ করি, "ভাই, নিয়ম মেনে গাড়ি চালান"।
বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে। কিন্তু দশটা বেশি টাকার জন্য যদি জীবনটাই হারাই.... আসলে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা সবাই সবকিছু জানি এবং বুঝি, তারপরেও দেখেও না দেখার ভান করি মাত্র সবাই।
যে যায় সে তো চলেই যায়, কিন্তু তার রক্তের সাথে সম্পৃক্ত যারা বেঁচে থাকে..... তাদের জন্য বেঁচে থাকাটাও এক প্রকার আত্মহত্যার শামিল। পুরো একটা পরিবারে এক প্রকার সুনামি বয়ে যায়। আর কিছু লিখতে খুবই কষ্ট হচ্ছে....
আসুন না নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতন হই। একদিন অন্তত বেশি বেঁচে থাকি এই সুন্দর পৃথিবীতে..... নিজের পরিবারের জন্য।
সরকারের একার পক্ষে কখনও কিছু করা সম্ভব নয়, যদি জনগন তাকে সাহায্য না করে??? আসুন না সবাই মিলে একটা দুর্ঘটনা বিহীন নতুন বাংলাদেশ তৈরি করি।
0 Comments