Latest post

5/recent/ticker-posts

Google Adsense

শ্রেষ্ঠত্ব প্রমাণে ধর্ষক পুরুষ

 


পুরুষ তোমরা রক্ষক। কখনও পিতা, কখনও ভাই, কখনও বা স্বামী -- একথা কেউ অস্বীকার করে না।যদিও তোমায় একদিন  পৃথিবীর আলো দেখিয়েছিল প্রসব যন্ত্রণা সহ্য করে, দশমাস দশদিন গর্ভে বহন করে কোন না কোন নারী। তবুও তোমার স্বীকার করতে লজ্জা হয় -- নারীই শ্রেষ্ঠ, নারীই শক্তি। নিজেকে সেরা প্রমাণ করতে তো কোন নারীকে পুরুষের উপর অত্যাচার করতে হয় না, আর সেখানেই পরাজিত তোমরা পুরুষ জাতিরা। 

কিছু পুরুষ কলঙ্কের কালি মাখিয়ে দেয় সমগ্র পুরুষ সমাজের মুখে। আমরা এগিয়ে যেতে পারছি না, মেয়ে হয়ে এগিয়ে যাবে? মেয়ের বাবা - মা কন্যার গর্বে বুক ফুলিয়ে হাঁটবে তা কিছুতেই হতে দেওয়া যাবে না। মেধায় তুমি শ্রেষ্ঠ হতে পার না মেয়ে, আমাদের সবার মাথার উপরে তুমি টপার, তাহলে ছেলেগুলোর কি হবে? 

বুদ্ধি তোমার বেশি কিন্তু এসো দেখি শক্তিতে পার কি না? আর তা পারবে না জেনেই অনেক ছেলেরা /পুরুষেরা তোমাকে তুলে নিয়ে যায়। চাষের জমিতে অথবা যেখানে সেখানে ফেলে একের পর একেকজন ধর্ষণ করে বোঝাতে চায় এখনও তুই অবলা নারীই।  তোর টপার হয়ে প্রাইজ নেওয়া গর্বিত মুখটি আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে আবার প্রমাণ করলাম সমাজ এগিয়ে যায়নি, আছে সেই মধ্য যুগেই যেখানে কৃতদাসী প্রথা ছিল। 

ছিঃ ছিঃ ধিক্কার জানাই এমন সমাজকে যেখানে নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া পুরুষদের কালো মুখগুলো লুকোতে হয় পুনরায় সেই নারীর শরীরেই। এখনও যে দেশে গাড়ির ড্রাইভার মেয়ে হলে দুবার ফিরে তাকাতে হয় বা বলতে হয়, ওহ্ মেয়ে চালাচ্ছে তো তাই এমন অবস্থা। কতজন মেয়ে লেখক আছে এই দেশে??? বা মেয়েদের নিয়ে ভাল কিছু লেখা হলে বলা হয়, যতসব নারীবাদীর দল। 

 সরকারের শ্লোগান কেন হয়েছে??? মেয়েকে বাঁচাও, পড়াও, বাল্য বিবাহ বন্ধ কর??? আচ্ছা ধর্ষকশ্রী বা কাপুরুষ ধর্ষক বলে কোন উপাধি থাকলে কেমন হত??? যা বেশ ফলাও করে পত্রিকায় দেওয়া হত। আর সত্যিই তো এরা কাপুরুষ আর নরকের কীট!!! মানুষের বাচ্চা হলে তো ইটের জবাব ইট দিয়েই দিত, পাটকেল ছুুঁড়তো না। ধর্ষণ করতো না বা মেরে ফেলতো না কোন মেয়েকে। 


আসলে বিভিন্ন ঘটনা থেকেই প্রমাণিত, পুরুষ সমাজ কতটা দুর্বল।  তাই তাদেরকে মেয়েদেরকে  আড়ালে ধর্ষণ করে, অত্যাচার করে, আহত করে, মেরে ফেলে বা নারীর শরীর - মনকে অপমানিত করে বোঝাতে হয় আমার ক্ষমতা আছে, এই দেখো আমার থেকে তোমাকে শ্রেষ্ঠ হতে দিব না। 


আজ আমি প্রতিবাদে সরব হয়ে বলছি ; পুরুষ তুমি সত্যিই বিপন্ন, মেরুদন্ড তোমার সত্যিই দূর্বল তাই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তোমাকে আজ ধর্ষক হতে হয়েছে। এই রোগ মারাত্মক ছোঁয়াছে, যাদের এখনও এই রোগ হয়নি তারা প্রতিবাদ করুন নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য। 

সম্মানে থাক নারী, না হলে পক্ষাঘাতগ্রস্ত আধমরা সমাজ এগোবে কি করে? 


সরকারই হোক বা সরকারী যে কোন কর্মচারীই হোক না কেন?? মুখে বড় বড় বুলি বন্ধ করে এক একটা করে ধর্ষকশ্রীদের  ধরে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।এই  নরাধম ক্লীব মেরুদন্ডহীন পশুগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কি করে??? নিজেদের পুরুষত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ধর্ষণ করে কলেজ ছাত্রীদের বা অত্যাচার করে মেরে ফেলে নারীদের। 


আবার বলি ছিঃ ছিঃ ছিঃ, পুরুষ তুমি হেরে যাচ্ছ........ 

Post a Comment

0 Comments